আজাহার রাজা

কবিতা - ক্ষয়িষ্ণু বীজেও বাঁচার আর্তনাদ

আজাহার রাজা

নিসর্গের শুষ্ক অঙ্গনে নির্জনতা লেপা শূন্যতা,
ক্ষীয়মাণ শিরার গহ্বরে অন্তঃসলিলা রুদ্ধস্বপ্ন,
বিস্মৃত ধূলিকণার অবগুণ্ঠনে চাপা পড়া আর্তি,
সময়ের নিষ্ঠুর তাপে তৃষ্ণায় কাতর অস্তিত্ব,
প্রলয়ের ভিতর ধ্রুপদী পুনরুজ্জীবনের মন্ত্র।

প্রকৃতির শিরায় শিরায় বিধৃত অবিনশ্বর সুর,
মৃত্তিকায় লীন হয়ে থাকা ঘুমন্ত নবজন্ম,
জরা-ক্লান্তির কালিমায় ঢাকা প্রতীক্ষা,
গহন আঁধারে সংহত বিস্তারী সম্ভাবনা,
অপরাজেয় জীবনের গূঢ় ছন্দোবদ্ধ শপথ।

সময়ের উন্মত্ত ঘূর্ণিতে পরিশ্রান্ত এক কণা,
মৃত্যুর অগ্নিতে দগ্ধ শুষ্ক বীজের ক্লান্তি,
অন্তর্গত শিকড়ের অতলান্ত তীব্র সংকল্প,
বিন্দুতে ধারণ অপরিসীম মহাজাগতিক বোধ,
অবিরত প্রতীক্ষার শুদ্ধতায় সংরক্ষিত পুনরুত্থান।

নির্বাক অন্ধকারে বিপন্ন সহজাত আবেগ,
প্রবাহহীন নদীর বুকে জলধারার আকুতি,
অদেখা বৃষ্টির নহর উদ্ভাসিত নব উন্মেষ,
চিরকালের বিলীন এক সাময়িক ছায়াপথ,
পুনর্জন্ম চিরন্তন নিত্য অনিবার্য উৎসব।

১১৬
মন্তব্য করতে ক্লিক করুন