আজাহার রাজা

কবিতা - মুক্তির বিপ্লবে সূর্যের দীপ্তি

আজাহার রাজা

– আজাহার রাজা
তোলপাড় বিপ্লবের শক্তি, ঘোর মুহূর্তে ধ্বনিত সূর্যের দীপ্তি,
শৃঙ্খলার অন্তহীন শিকলে ভাঙে উদ্বেলিত অগ্নিকুণ্ড,
অস্তিত্বের অভ্যন্তরে শূন্যতার শব্দে রচিত নীরব আহ্বান,
বিপ্লব জ্বলন্ত রূপে, প্রতিটি অঙ্গনে ছড়িয়ে পরে উত্তাল আগুন,
কষ্টের ইতিহাস উন্মোচিত হয় স্বাধীনতার শপথে।

শোষণের অন্ধকার, আন্দোলন উন্মোচিত হয়
রক্তে রাঙানো পদক্ষেপই উচ্চারণ হয় নতুন পৃথিবীর বাণী,
বিপ্লবী শক্তি, সাহস, আত্মত্যাগ—অবিনশ্বর অক্ষর,
পিরামিডের শিখরে মুক্তির পরিভাষা, ছায়ায় দাঁড়িয়ে শোষিত মানবতা,
বিপ্লবের তাণ্ডবে, কলুষিত পুরাণের অবসান হবে চিরকাল।

বিপ্লব, এক অনিবার্য সৃষ্টির তীব্র সংঘর্ষেই গড়ে ওঠে নবযুগ,
বাধা দৃষ্টির পরিধি ছাড়িয়ে ফোটে অনন্ত পরিবর্তন,
বিস্ফোরণে জ্বলে এক অপরাজেয় আলোকবর্তিকা,
চিরকালীন অগ্নিশিখায় গাথা হয় স্বাধীনতার মহাকাব্য,
মানবতার শাশ্বত জয়ধ্বনি উচ্চারিত পৃথিবীর প্রতিটি কোণে ।

১২৬
মন্তব্য করতে ক্লিক করুন