আজাহার রাজা

কবিতা - নারীত্বের বিস্তর পথে অব্যক্ত ক্ষোভ

লেখক: আজাহার রাজা

নারীত্বের পথে জ্বলন্ত প্রদীপ, শিকল গাঁথা রুদ্ধ স্বপ্ন,
সমাজের কাঁটাতারে আঁকা অবিরত বঞ্চনা,
ধুলোর মতো উড়ে অধিকার, মিলায় মরীচিকায়,
ইচ্ছার ভাষা চাপা পড়ে লৌহ শাসনের নিচে,
অব্যক্ত ব্যথা ওঠে নিস্তব্ধ রাতের কোলাহলে।

সৃষ্টির উৎস নারী, পায়ের নিচে পথের কাঁটা,
মমতার গভীরতায় যে আঁকড়ে ধরে,
ছিন্নমূল করে বাঁধে অপশৃঙ্খলের জালে,
প্রশংসার মুখোশের নিচে ঢালে ছদ্মবেশী বিষ,
বাক্যের শব্দে ওঠে অসম্মানের অশ্রুত ব্যঙ্গ।

তপ্তশ্বাসে বাঁজায় নিগ্রহের অবিরত বর্ষণ,
পৃথিবী গলাধঃকরণের চেষ্টায় অস্তিত্ব করে ধূলিসাৎ,
স্পষ্ট শুদ্ধতার ভড়ংয়ে ঢাকে পাপিষ্ঠ অবয়ব,
আলোর বীজ উপড়ে বুনে রাতের আঁধার,
ক্ষোভের নদীতে ভাসিয়ে করে শতাব্দীর অন্যায়।

নিঃশব্দ ছলনা ময় প্রতিচ্ছবি আঁকা প্রতারণা,
প্রশ্ন নীরবতায় তার প্রতিবাদের দাবানল স্তব্ধ,
প্রতিটি নিঃশ্বাসে লেখা হয় অপেক্ষার আখ্যান,
সময়ের গহ্বরে দগ্ধ হয় আত্মার মুক্তির আকুতি,
শতাব্দীর গাঢ় বেদনায় নীরব হয় ধ্বংসের নৃত্যগীত ।

৯০
মন্তব্য করতে ক্লিক করুন