রক্তের শিরায় দীপ জ্বলে— অম্লান, দাহিত প্রত্যয়,
অগ্নিস্নানে প্রতিধ্বনিত নির্বাক শপথের আর্তনাদ,
অজস্র ক্ষতে রক্ত ঝরে, শিখা থাকে অমর,
অন্ধকার ভেদ করে জেগে থাকে দীপ্ত সত্যের মশাল,
স্বাধীনতা নিজেই লিখে তার সংলাপ— চিরন্তন ।
নিঃশেষিত সোনালি সূর্য , আলো ভুলতে পারে না ঐতিহ্য
ভাষার অন্তরালে,ভোঁতা তরবারি ধ্বংস আঘাতের চিহ্ন—
অপেক্ষার হাহাকার, ক্ষত চিহ্নের ভেতর পুনর্জন্মের পথ খোঁজে
শুধু রক্তের আঘাত নয়, শব্দে শব্দে চিরন্তন ধ্বনি,
অধিকার, সমতা, স্বাধীনতার স্বপ্ন—সংগ্রামের শিখা ।
ঘর বাড়ির আঙিনায়, ক্ষুধা-তৃষ্ণায় ক্লান্ত মানবতা,
অন্ধকারের ইতিহাস মৃত্যুর ছায়া ঘনিয়ে আসে,
শুদ্ধ সত্যের রং অন্ধকারে হারানোর গাথা নয়,
শপথের প্রকাশ—স্বাধীনতার দাবির নিঃশব্দ সুর
শত্রুতা অনন্তরূপে বিনষ্ট, জন্ম নেয় নতুন সত্য।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন