আজাহার রাজা

কবিতা - স্বপ্নের মসৃণ থাবায় আচ্ছন্ন

আজাহার রাজা

মায়াবী স্বপ্নের রাজ্যে আবদ্ধ আত্মার ছায়া,
কল্পনার গহ্বরে নিমজ্জিত ক্ষত-বিক্ষত প্রতিচ্ছবি,
অজান্তেই ধরা স্বপ্নের জালে, আকাঙ্ক্ষা ক্রমাগত শৃঙ্খলিত করে,
নিজের পথ ছেড়ে অচেনা গন্তব্যে ছুটে চলার বাসনা।

স্বপ্নের মসৃণ থাবায় আচ্ছন্ন ঘুমের রেশ,
মননের অন্ধকারে জ্বলে বিষাদের আলো,
বাস্তবের অগ্নিতে পুড়ে কথার মালা,
এঁকে দাগ ছুঁয়ে যাওয়ার পথে হারায় পুরনো অভিজ্ঞতা।

অসীম প্রান্তরে পৌঁছাতে স্বপ্নই একমাত্র লক্ষ্য,
অস্পষ্ট বাস্তবতার ইচ্ছা জ্বলে অগ্নিময় পথে
উত্তাল অসংলগ্ন হারায় সঠিক দিশা,
স্বপ্নের মেঘে আচ্ছন্ন হয়ে বিভ্রান্তি জড়িয়ে ধরে।

যতদূর স্বপ্ন, ততদূর সত্য হারিয়ে যায়,
পথিকের হৃদয়ে কুঁকড়ে ওঠে পলাশ ফুলের যন্ত্রণা,
স্বপ্নের দিকে ধাবিত দেহ অন্ধ হয়ে পড়ে,
হৃদয়ে জ্বলে উঠে অসম্পূর্ণ আকাঙ্ক্ষা-যাতনার প্রতিধ্বনি।

১২৪
মন্তব্য করতে ক্লিক করুন