আজাহার রাজা

কবিতা - শুদ্ধতার অন্তিম আহ্বান

লেখক: আজাহার রাজা

সময়ের পাঁজরে গেঁথে থাকা ক্ষতচিহ্ন,
রক্তবিন্দুর মতো ঝরে ইতিহাসের শিরায়,
প্রতারণার দংশনে বিষাক্ত প্রতিটি শ্বাস,
দূরাগত এক শুদ্ধতম আশার প্রদীপ
অন্ধকারের বুক চিরে জ্বলে অবিনশ্বর দীপ্তিতে।

অস্তিত্বের সরল রেখায় বাধা প্রাপ্ত— সমস্ত সংকল্প,
শব্দের নীরবতায় গাঢ় বেদনা এসে জড়িয়ে ধরেছে,
মুহূর্তের ভেতর নিহিত থাকে এক বিস্মৃত শিখা,
আগুনের মতো জ্বলে, শুদ্ধতার আকাশে এক পরম কলহ,
প্রতি শ্বাসে, নি:শ্বাসে, আহ্বান শুদ্ধতার অন্তিম ডাক।

অমাবস্যার শূন্যতায় সমস্ত চেতনার গভীর— ভেসে চলে,
ক্ষয়ের প্রলেপ ঢাকে আত্মিক সততার প্রত্যয়,
সত্য নিঃশব্দে পলিমাটির ভেতরে চাপা পড়ে,
মুহূর্ত হয়ে ওঠে এক শূন্যতা গহন অবস্থা,
শুদ্ধতার ডাক উত্থিত হয়, অতলান্তের অন্তরালে।

ইতিহাসে কাঁদতে থাকা ঘরবাড়ি— যুদ্ধের ভূমি,
মানবতার সমস্ত খোলস ছিন্নভিন্ন, ভাঙে আত্মার মন্দির,
অগভীর গহীনে জেগে ওঠে অস্থিরতা— সময়ের গহ্বর
পৃথিবীর সীমানার বাহিরে অবিনশ্বর সত্যের ভ্রূণ
শুদ্ধতার নির্মম ডাকে, শাশ্বত শান্তির নিদান নিহিত থাকে।

১৩৮
মন্তব্য করতে ক্লিক করুন