আজাহার রাজা

কবিতা - শূন্যে লেখা প্রেমের শপথ

লেখক: আজাহার রাজা

শূন্যের সীমানায় গেঁথে দিলাম শপথের অক্ষর,
অদৃশ্য কালির রেখায় প্রতিধ্বনিত অন্তহীন প্রণয়ের বাণী,
হৃদয়ের গহীনে লিখেছি প্রেম— বাতাসে রঙিন ,
শব্দেরা জন্ম নেয়, উচ্চারিত হয় শপথের বলয়ে,
প্রেমের পৃষ্ঠা— চিরন্তন ভাষা হয়ে শ্বাস নেয়।

চুপিসারে প্রেমের অন্ধকারে শপথের জন্ম,
প্রেমের পক্ষে উৎসর্গের প্রতিজ্ঞা— শব্দ নেই,
অস্তিত্বের শিরায় বহমান রক্তে শপথের ধারা,
প্রেমের অবয়ব ধ্বংসস্তূপে হয় অনুরণিত,
সময়ের অতলে জেগে থাকে— প্রেমের কথ্য ঈশ্বর।

স্বতঃস্ফূর্ত প্রেমের প্রবাহ, নিশীথের স্তব্ধতায় উজ্জ্বল,
নীরবতার বুকে লেখা এই শপথ— অগ্নির চেয়েও গাঢ়,
প্রতীক্ষা অন্তহীন, শূন্যতার বুকে জন্মে মহাকাব্য,
অদৃশ্য দীপ্তি, ধ্বংসের ছাই কালের গর্ভে স্তূপীকৃত,
প্রতিজ্ঞার অক্ষর— প্রেমের ব্যাকরণ মৃত নয় ।

নির্বাসিত প্রান্তরে নিঃসঙ্গতার অন্ধকার পলাশ হয়ে জ্বলে,
লিখেছি অলিখিত অভিমান, রক্তের শিখায় জ্বালিয়েছি দ্রোহ,
চিরন্তন প্রেমের গোপন ভাষা ছড়িয়ে পড়ে পৃথিবীতে ,
প্রেম উত্তীর্ণ হয় নতুন আলোয়—শপথের গভীরে,
শপথের বাণী—অশ্রুর অণুপ্রবাহে চিরকাল অব্যাহত।

সত্য সিঁড়ির অতলে, শেষ নতজানু প্রার্থনা,
মৃত্যু, সময় বা দুর্দশা, উঠে আসে এক অনন্য আলো,
বাতাসের নির্জন আলেখ্যে শপথ— প্রেমের আত্মদান,
ভাসমান নির্বাক প্রতিশ্রুতি, চুম্বন করে বেঁচে থাকে,
চিরন্তন প্রেম— শূন্যে বহন করে অবিনশ্বর শপথ ।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন