আজাহার রাজা

কবিতা - স্খলিত স্রোতে সৃষ্টির নন্দনকানন

লেখক: আজাহার রাজা

স্খলিত স্রোতে গাঁথা সৃষ্টির সুরভি শিকড়,
মরমর ছন্দে জাগে মহাকাব্যের আভাস,
জলের ছোঁয়ায় জেগে ওঠে মৃত বীজের দেহ,
প্রাণের স্পন্দনে ফুটে ওঠে অপার সৌন্দর্য,
প্রকৃতির গর্ভে জমে থাকে চিরন্তন সৃষ্টি।

তরঙ্গে অপূর্ব সিম্ফনি লেখা শাশ্বত গ্রন্থ,
শব্দের জাদু মেশে জলের মর্মরে স্বর্গীয় সংগীত,
ক্লান্তিহীন প্রবাহে মেলে পরশ অপূর্ব দৃশ্যপট,
গন্তব্যের আঁকাবাঁকা পথে খেলে নবীন আলোর ছটা,
সৃষ্টির বৃত্তে খুঁজে পায় নন্দন কাননের শোভা।

শ্রাবণের ছোঁয়ায় জাগে শস্যের সোনালি কাব্য,
প্রাণের তরঙ্গে উঠে শিহরিত নবউত্থানের ছন্দ,
আলোকচ্ছটায় ভাসে অশ্রুবিন্দুর স্মৃতিচিহ্ন,
অন্ধকারের বুকে ভাসে আলোর অপরূপ নৃত্য,
অবলীলায় সৃষ্টি খুঁজে নেয় তার নিজস্ব মহিমা।

অশান্ত স্রোতের মাঝে ধ্বংসের পূর্বাভাস মিলে,
আলোর জ্যামিতি জলরেখায় খেলে চিরন্তন বীজ,
অন্ধকার ভেদে মৃত্তিকার গভীরে ছড়ায় অস্তিত্বের গন্ধ,
বসন্তের বাতাসে উল্লাসিত সুগন্ধ আসে ভেসে,
নন্দনকাননে মেলে জ্যোতির্ময় শাশ্বত কাব্য।

৬০
মন্তব্য করতে ক্লিক করুন