আজাহার রাজা

কবিতা - সহানুভূতির দাহে গড়ে নতুন সকাল

আজাহার রাজা

অন্তরীক্ষের নিভৃতে জ্বলছে নিঃশব্দ অগ্নিকণা,
বেদনার অন্তরালে গড়ে অপরূপ নবজন্মের সকাল,
দুঃখের তপ্ত কপাট খুলে ঝরে বর্ষার শিশির,
সংকট —শোষণের অন্তঃস্থলে অনির্বচনীয় আকাঙ্ক্ষা,
গাঁড় নীল কষ্টের আঁচলে আবৃত হৃদয় পায় মুক্তির আহ্বান।

বেদনাদীপ্ত হৃদয় তীব্র দাহে ছুঁয়ে যায় নিপীড়িতের নীরব কান্না,
জ্বলে নির্জন বঞ্চনার গহীনে— দগ্ধ সহানুভূতির জ্যোতি,
আলো আঁকড়ে খুঁজে শেষ আশ্রয়ের মৃদু স্পর্শ— শান্তির নিঃশ্বাস
অশ্রুর বাণীতে ফুটে নিষ্পাপ স্বপ্ন, জ্বলন্ত দাহে মুক্তি খোঁজে দুর্জয়ের গণ্ডি,
নির্যাতনের রেখায় —অন্ধকারে বিভীষিকাময় অগ্নিস্নানে গড়ে ওঠে সত্যের মঞ্চ।

ঝরে রক্ত অশ্রু, অন্তরের অগ্নিস্নানে জন্মায় অমলিন মানবতা,
সহানুভূতির দাহে— শপথের শিখায়— পোড়ানো ক্ষত পেতে থাকে প্রাণ,
অবিচল শক্তির অভিজ্ঞতায় জন্ম নেয় সমতার স্বাধীনতা
ক্ষতচিহ্নে লুকিয়ে থাকা অবজ্ঞিত মুক্তি —মহাসমুদ্রে করে বিস্তার,
ঘুরে দাঁড়ায় অসীম আশা—নবউত্থানের আলোর জোয়ারে ভেসে যায় নীরবতা।

বিস্তৃত নদীর মতো কষ্টের শব্দগুলো পাথরের মতো জাগে,
সময়ের গহীনে প্রবাহিত— অসহায়ের কণ্ঠ থেকে গড়ে ওঠে অদম্য বাণী,
পাপের অন্ধকার ভেদ করে সত্যের দিশারী—দাঁড়ায় সঙ্কটের অমলিন প্রভা,
ক্ষুধার্ত শিশুর কান্নায় ইতিহাসের ক্ষত— মানবতা স্বপ্ন দেখে ন্যায়বিচারের,
নিপীড়িতের কণ্ঠস্বর হয়ে ওঠে দুঃখময় প্রতিবাদের রক্তিম আর্তনাদ।

সহানুভূতির দাহে গড়া নতুন সকাল, চিরন্তন বিশ্বাস জাগায়,
প্রান্তর জুড়ে নতুন সুরভিত বায়ু, নিপীড়িত কণ্ঠ ছড়িয়ে যায় দিগন্ত জুড়ে,
রক্তের শিরায়, হৃদয়ের পাতায় অক্ষয়, জ্বালায় চিরন্তন আলো,
বেদনার ক্ষেত্র দুঃস্বপ্নকে পিষে ফেলে নবপ্রোণের বীজ বপন করে,
মিলেমিশে যায় সংগ্রাম, নতুন আশার ছবি — গড়ে ওঠে শাশ্বত মানবতা ।

৫৯
মন্তব্য করতে ক্লিক করুন