আজাহার রাজা

কবিতা - সৌন্দর্যের নির্জনতায় শুয়ে থাকে শহর

লেখক: আজাহার রাজা

আলো-অন্ধকারের দোলাচলে ডুবে নগরী,
প্রশান্ত নীরবতা ভেদ করে নিঃশব্দ অভিজ্ঞান,
অপরাহ্নের ধুলোবালি মেখে বিভোর ধূলিকণা,
সৌন্দর্য লুকিয়ে থাকে পরিত্যক্ত অলিতে-গলিতে,
পরিশীলিত স্পন্দনে জাগে অন্তর্লীন আহ্বান।

পথের ধারে জমে থাকা অশ্রুসম বৃষ্টির জল,
বিলুপ্ত গৌরবের মতো দৃষ্টির আড়ালে কাঁপে,
নির্জন দেয়ালে আঁকা রঙিন স্বপ্নের স্মৃতি,
পথচারীর ছায়ায় জড়িয়ে থাকে গোপন ক্লান্তি,
সৌন্দর্যের রূপান্তর নির্জন মুগ্ধতার উন্মেষ।

সন্ধ্যার আলোয় ভেসে আসে অতীতের গল্প,
ইট-পাথরের গহ্বরে আঁকা জীবনানন্দ,
বিলুপ্ত স্বপ্নেরা ঝরে ঘামের ফোঁটা হয়ে,
স্মৃতির ছেঁড়া পাতায় নিবন্ধিত নিঃশব্দ আরতি,
অস্পষ্ট ভোরের প্রতীক্ষায় বিস্মৃত সময় ।

নগরীর স্নায়ুতে বয়ে গোপন অনুভবের ধারা,
নির্জনতায় শুয়ে থাকে গল্প মহাকাব্যিক ভাষায়,
নৈঃশব্দ্যের স্রোতে মিশে বিস্মৃতির প্রহেলিকা,
প্রাচীন-আধুনিকতার বৃত্তে আবৃত নির্বাক রূপ,
সৌন্দর্যের অর্থ অপ্রকাশিত বেদনার গোপন দীর্ঘশ্বাস।

নীরব পথের বাঁকে জাগে অন্তঃস্থ অলৌকিকতা,
আলোকরেখার অন্তরালে লুকানো অতীতের মন্ত্র,
রণ্যের গভীরতায় ঢাকা নীরব কোলাহল,
অসীম ব্যঞ্জনায় প্রতিফলিত অজানা শব্দ,
নির্জনতার সৌন্দর্যে ফুটে ওঠে নিগূঢ় ছন্দ।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন