আজাহার রাজা

কবিতা - স্মৃতির দীপ জ্বালো : বুদ্ধিজীবী দিবস

আজাহার রাজা

মৃত্তিকার গহ্বরে লুকিয়ে থাকা অপার বেদনার সুর,
কণ্ঠস্বরে আজো ধ্বনিত হয় নীরব রক্তের আর্তি,
চেতনা প্রবাহের অন্তঃস্থলে জ্বলে অমল দীপশিখা,
যে আলোয় ভাসে ইতিহাসের নির্জন প্রতিধ্বনি,
বুদ্ধির দীপ্তিতে জেগে থাকে মহাজাগতিক মর্মবাণী।

কালের বুকে আঁকা অমর রক্তলিপি,
অক্ষরে বয়ে যায় অন্ধকারের বিরুদ্ধে দ্রোহ,
প্রাণের উত্থানে জেগে ওঠে মর্মরিত প্রত্যয়,
তাঁদের ত্যাগ আজো দাহ করে মিথ্যার আধার
বুদ্ধিজীবী স্মৃতির দীপ জ্বালায় মহান মানবতা।

অবিচারের কারাগারে বন্দি ছিল দীপ্ত চেতনা,
আজ ছড়িয়ে পড়ে মহাকাশের নীল প্রান্তরে,
স্বাধীনতার রক্তবিন্দু থেকে গড়ে ওঠা স্রোত,
মুছে দেয় শোষণের কলুষিত গ্লানি,
শ্রদ্ধার নিঃশব্দে বুদ্ধিজীবী দিবসে জ্বালো দীপ ।

শহীদের রক্তে রঞ্জিত মাটির প্রতিটি কণা,
গোপন দীর্ঘশ্বাসে বহন করে কালের স্মৃতি,
প্রাণের শিখায় জ্বলন্ত প্রত্যয়ের অগ্নিরাশি,
ছড়িয়ে পড়ে অন্ধকারের বিরুদ্ধচারী শিখরে,
স্মৃতির দীপ জ্বালুক, চিরন্তন আলোর সঙ্গীতে।

তোমাদের ধ্যানে আজ উদ্ভাসিত,
স্বপ্নে বুনছি স্বাধীনতার অমৃত পথ,
সুবুদ্ধি আর সংগ্রামে জাগে প্রচারণা কোষাগার,
স্তব্ধতার গভীরে বাজে অবিনশ্বর গান,
বুদ্ধিজীবী দিবস স্মরণে জ্বলুক উজ্জ্বল প্রদীপ।

দ্রোহের ইতিহাসে তোমরা অক্ষয় স্মারক,
বিপ্লবী স্বপ্নের গভীরে তোমাদের ছায়া,
ত্যাগে প্রস্ফুটিত নতুন ভোরের সম্ভাবনা,
রক্তের অক্ষরে লেখা স্বাধীনতার উপাখ্যান,
এই শ্রদ্ধা, অগ্নিশর্মা মতো প্রজ্বলিত।

১১৩
মন্তব্য করতে ক্লিক করুন