ভালোবাসা মুদ্রা নয়, বিনিময়ের নিয়ম মানবে,
নিরবধি স্রোত, প্রবাহিত হয় অন্তর্লোকে,
হিসেবের অঙ্ক, লেনদেনের নিয়ম শূন্য,
অনুভব, অস্তিত্বের অতল গভীরতায় পূর্ণ,
কোমল হৃদয় মিশ্রিত অভিন্ন অনুরণন।
বিভাজিত ভালোবাসা মায়ার প্রতারণা,
আকাঙ্ক্ষার শিকলে বাঁধা থাকে দেহ মন,
প্রেম— সত্য বিশুদ্ধ আত্মার দীক্ষা,
সম্পূর্ণ সমর্পণ নির্ধারিত বিনিময়,
প্রতিদান নিরবচ্ছিন্ন বিস্তার—সীমাহীন ও শাশ্বত।
ভালোবাসার অর্ধেক বলে কিছু নেই,
অর্ধেকের দাবি অলীক কৃত্রিমতার বিভ্রম,
ভালোবাসা প্রকৃত, অনিঃশেষ প্রবাহ
প্রেম নেই— লেনদেন, স্পর্শ অনির্বচনীয়
প্রেম অবিভাজিত, সত্তার মিলন অখণ্ড ব্রহ্ম।

মন্তব্য করতে ক্লিক করুন