ঠিক এই জীবনটাই তো চেয়েছিলাম আমরা,
দেড় যুগের অক্লান্ত পরিশ্রম শেষে পৌঁছেছি সেই সাফল্যে
কি শান্তি, কি অদ্ভুত সংসার, বোঝাপড়া—
শীতের মধ্যরাতে রান্নাঘরে আলো জ্বেলে
দেখা গেল—রন্ধনপাত্র খালি, উপকরণহীন।
ক্ষুধার্ত পেট আজকের ব্যস্ততায় ভুলেই গিয়েছিল প্রাথমিক চাহিদা
খেতে হবে, খুঁজতে হবে কাঙ্ক্ষিত আয়োজন
রাতের নিস্তব্ধতায় শীতল বাতাসের কাঁপুনি বুকে নিয়ে
দোকানের পথ ধরে বেরিয়ে পড়তে হলো সদাই আনতে।
ঠিক এটাই ছিল কাঙ্ক্ষিত জীবন, যেখানে সাফল্য আর স্বপ্নের
মাঝে দাঁড়িয়ে শূন্য রান্নাঘরও এক গভীর শান্তির গল্প বলে
প্রতিদিনের যাপিত শৈল্পিক সংগ্রামের মধ্য দিয়ে
জীবনকে খুঁজে পাই তার নতুন রূপে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন