আজিজুল হক

কবিতা - অনন্ত আকাশ এবং মাধবীলতা

আজিজুল হক

জান, মাধবীলতা,
কখনো কখনো মনে হয়, সূর্যটার থেকেও অনেক দূরে আমাদের বসবাস,
চাঁদের গা বেয়ে খসে পরা যত কলঙ্ক গুলো
স্বর্ণ শিখরের মত ঝড়ে পড়ছে
ক্রমশঃ ব্ল্যাকহোল এড়িয়ে
মানুষের লোভাতুর দৃষ্টিতে।

আমি তখন সন্তালাবাড়ির নিঃশব্দ
বাতাসে কান পেতে শুনছি তোমার
পদচারণা।
এক দশক ভালোবাসায় কি হয়, বল!
আমি তো তোমার জন্মান্তরের প্রেমিক।
জলদাপাড়ার হলং ছুঁয়ে চিলাপাতার কোদালবস্তি জুড়ে আমাদের বিন্যাস,
পাহাড়ী মেয়ের চঞ্চলতা, সারল্যে ফোটে প্রেম,
আগুন ঝড়ে চাঁদ সওদাগরের অহংকারে।
মানুষ প্রেম খোঁজে একান্তে।
জান, মাধবীলতা, তোমার চলে যাওয়ার শূন্যতায় অরণ্যের ঝরা পাতায় ফাগুন ঝরে যায়,
তোমার নিঃশব্দ পদচারনায়
পাতা ভাংগার শব্দ প্রেম নিবেদন করে বন্য হাতির চাতাল কে।
প্রেম হয়, ভালোবাসে তারা, হাত ধরে চলে ওরা টোটো পাড়ায় বিস্তৃন্য গোপন অভিসারে।

কখনও কখনও আকাশের দিকে
তাকালে আমি তোমার স্পর্শ পাই,
কথা হয় তোমার সাথে,
আমি শুনতে পাই ঈশ্বরের কথোপকথন,
আমাদের কাছে, আমাদের পাশে
দেখতে পাই কিছু মৃত্যুর কি নিদারুন আস্ফালন।

মুহূর্ত গুলো যেন আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়
অসম সংগোপনের,
মনে হয় সমস্ত পরমাণু বোমা গুলো নিক্ষেপ করি মিথ্যে অহংকারের উপর।

আর তোমার ঠোঁটে একে দেই
উষ্ণ চুম্বন,
তোমার চিবুক থেকে নির্গত হোক সেই অলৌকিক আলো,
আর আমাদের ভবিষৎ।

আমি যেন দেখতে পাই তোমার রহস্যময়ী হাসি জুড়ে এক বিকেল ভালোবাসার ঝড়,
উপছে পরা সন্ধ্যাবেলার রাজঁহাস
তোমার উঠোন জুড়ে আলো বিছিয়ে রেখেছে।

তারপরেও সব দুঃখ গুলো
মানুষের আজন্ম পাশে থাকে,
প্রতীক্ষা করে অনাগত এক সন্ধিক্ষণের,
তোমার কোলে মাথা রেখে
সব দুঃখ অবসানের,
আর আমার মৃত্যুও যেন হয় তোমার সব দুঃখ গুলোকে
একান্ত আমার আপন করে নিয়ে।
পৃথিবীতে সূর্য উঠুক প্রতিদিন
সব পরমাণু গুলো নিস্প্রেহ হয়ে পড়ুক,
মানুষ বাচুক মানুষের জন্য।
…… ……

পরে পড়বো
১৪৫
মন্তব্য করতে ক্লিক করুন