আজিজুল হক

কবিতা - আরও একবার বাঁচুন

আজিজুল হক

জীবনে একটা বারান্দা চাই,
খোলা বারান্দা,
যেখানে হাত – পা ছুঁড়ে নিঃস্বাস নেওয়া যায়
এক কাপ চায়ে ইচ্ছে মত চুমুক দিতে দিতে খোলা চুলে হাত বুলিয়ে দেখতে পাওয়া যাবে
আকাশের উড়ন্ত চিল।

একটা সময় জীবনে দায়িত্ব সামলাতে সামলাতে হারিয়ে ফেলা
নিজের অনুভূতি, আবেগ, ভালো লাগা, না লাগার স্পর্শটুকু বেমালুম হারিয়ে ফেলে প্রতিটি মানুষ..
দুর্বিসহ হয়ে উঠে জীবন,
কাছের মানুষটাও অচেনা হয়ে উঠে,
পরস্পরের প্রতি অনুভূতিটুকু যেন
থাকতে হয় থাকি,
না থাকলেই বা ক্ষতি কি গোছের
হয়ে দাঁড়ায়,
তখন একবার খোলা বারান্দায়
দাঁড়াবার প্রয়োজন হয় ভীষণ রকমের..
যন্ত্রে পরিণত হওয়া জীবনে খোলা বাতাসে শ্বাস নিতে নিতে প্রেমে পড়তে হয় আরও একবার, অন্তত একবার…

অনেকটা কুঁড়ি একুশের যুবক – যুবতীর মত..
লুকিয়ে প্রেমে পড়া, যেমন টা পড়েছিলেন প্রথম জীবনে
ভেতরে ভেতরে পাল্টে যান একবার,
আড়াল আবডালে যেমন টা কুড়ি, একুশের ওরা খোঁজে বুকে হাত রেখে ঠোঁটে ঠোঁট মেলাবে বলে।

হ্যাঁ, একবার খোলা বারান্দায় হাঁটুন,
দেখবেন বারান্দা কত স্বাধীন,
সে কারো একার নয়,
তার একটা মন আছে, অধিকার আছে,
আপনি যেটা হারিয়ে ফেলেছেন!
খোলা বারান্দায় হাঁটুন, কিংবা পা ছড়িয়ে বসুন
কবিতা আসবে কিংবা গান,
বিড়বিড় করে উচ্চারণ করুন,
দেখবেন, আপনি প্রেমে পড়েছেন,
একটা দুর্দান্ত প্রেমের।

খোলা রাস্তায় হাঁটুন, ইচ্ছেমত,
নিজের ভালো লাগাগুলো কে আঁকড়ে ধরুন আরও একবার..
পাশের মানুষটা বুঝুক আপনি
অবহেলার স্বীকার..
কেউ আপনাকে দিব্যি দেয়নি
ধুকে ধুকে মরতে হবে।
সে তো মরবেন একদিন,
তার চেয়ে নিজের মত করে কয়েকটা মুহূর্ত বাঁচুন,
বাঁচুন একাকিত্ব কে তুড়ি মেরে।

সম্পর্কের উদাসীনতা কে উদাসীন ভাবে ছুঁড়ে ফেলুন,
ডাস্টবিনে জমে থাকা সম্পর্কগুলো কে ছুঁড়ে ফেলুন কাছে কিংবা দূরে
যেখানে ভালোবাসার স্পর্শ পাবেন
আঁকড়ে ধরুন,
শ্বাস পাবেন, হার্ট ভালো হবে
হয়তো অবহেলিত সম্পর্কটাও নুতন স্বাদে ভরে উঠতে পারে আবার।
একবার তো রিস্ক নিন,
রাস্তায় দাঁড়িয়ে ইচ্ছেমত ফুঁচকা কিংবা এক কাপ চায়ের কাপে চুমুক দিন,
যে চোখে ঝড় খুঁজে পান,
নিজের বুক দুরু দুরু করে যে সাগরের স্পর্শে
সেখানে ডুব দিন
একটাই জীবন, একাকিত্ব নয়,
বেঁচে থাকার অধিকার আছে
সব হারানো মানুষগুলোর।
যারা দেখবেন আপনার দিকে
আড় চোখে তাকাচ্ছে, ভাববেন না,
তিনি খুব সুখে আছেন,
হয়তো সেও ডুবে আছে খুব আড়ালে
অন্য কোন জীবনে।

…… ,……

২৯
মন্তব্য করতে ক্লিক করুন