যোনি — শব্দটা উচ্চারিত হতেই তোমার চোখ মুখে লালা ঝরে পরে,
অনেকটা কুঁচকে যায় দুচোখের ভ্রু!
তোমার চোখে মুখে কাম আর লালসার রস জমে।
তোমার হৃদয়ে ঝড় তোলে তোমার লজ্জাস্থান
আমার চোখে ওটা জন্মস্থান তোমার, আমার।
সপ্তম আশমান জুড়ে যার বিস্তৃতি
এখানে সূর্য উঠে, রাত নামে, অন্ধকার আর আলোর খেলায় জন্ম নেয় প্রাণ।
শুধু তারা’রা নয়
এখানেও জন্মায় ক্ষোভ,উদাসীনতা, অভিমান, নীরবতা,
এখানেও রচিত হয় স্বপ্ন ভাঙার গান,
এখানেও জন্ম হয় কিছু রক্তচোষা কবির।
তুমি যতবার লাঙ্গলের ফলায় বিধ্বস্ত করেছ এর স্রোতধারা
ততবার ভেঙেছো ধর্ম, সংস্কার আর দেশজ আইন!
আমি বারবার সে স্রোতে আল বেঁধে, জমা জলে শস্য শ্যামলায় ভরিয়ে দিয়েছি তোমার আকাশ
তোমার কবিতারা প্রাণ পেয়েছে তাতে,
ডানে মেলে উড়েছে গাংচিল।
যোনি শুধু যোনি নয়,
নয় মাংসপিন্ডের শরণার্থী শিবির
এ যেন শাসকের এক রাজনৈতিক মানচিত্র।
উদ্ভাস্তু শিবিরের নিঝুম কান্নার অভিশাপগুলো জমাট বাঁধে ক্রমশঃ,
অভিশাপ জন্ম দেয় প্রতিক্ষণে
এক নুতন আয়তক্ষেত্রের
একজন নারীর,
তাতেই প্রতিনিয়ত লালিত হও তুমি ও তোমার অহংকার।
……. ……..
__________________________

মন্তব্য করতে ক্লিক করুন