রাত যখন গভীর হয়,
নিস্তব্ধতা গ্রাস করে চারপাশ,
ঝিঁ ঝিঁ পোকারাও ঘর হারিয়ে ঘর খুঁজতে বেরোয়
আমি তখন তোমাকেই খুঁজে বেড়াই, রাত্রি!
তোমার উপস্থিতি আমার
আকাশের চাঁদের গল্পে বলা কলঙ্কগুলো কে ছুঁড়ে দেই কৃষ্ণ – রাধিকার অনাকাঙ্খিত সম্পর্কের গায়!
আমি দেখেছি, তাতে বিন্দুমাত্র মরিচা ধরেনি মোটেও,
অথচ এমনটা তো হবার ছিল না? বৈধতা কি শুধু রাত্রি আর সূর্যের সম্পর্কের মাঝে?
তাই এড়িয়ে চল তুমি ধর্ম নামক বর্মের গায়ে চাঁপা পরে?
জীবনের সব বিবাদ ছাড়িয়ে
এই নিশি শুধু তোমাকেই চায়,
রাত্রির গভীরে নিভৃতে ভালোবাসে,
তোমাকেই চায় শুধু রাত্রি।
তোমার অনুপস্থিতি এই রাতের আঁধারে আরও গভীর হয়,
কণ্ঠণালী নিঃসংকোচে আর্তনাদ করে,
ঘুম ভাঙানিয়া প্রিয় আমার তোমার স্পর্শেই জাগে মন।
আমাদের স্পর্শ গুলো সাক্ষী থাকুক
আমাদের আত্মজার
যে গভীরতায় লুকিয়ে থাকে
অগ্নি স্পর্শের নিবিড় আত্মীয়তা।
………..
মন্তব্য করতে ক্লিক করুন