খোদা কিংবা ভগবান
বিচার যদি উনারাই দেয়,
দেশে দেশে তবে কেন এতো ন্যায়ালয়?
বিদ্যা কিংবা জ্ঞান যদি
ঈশ্বর কিংবা আল্লাহই দেয়,
দেশে দেশে তবে কেন এতো বিদ্যালয়?

নিজের প্রতি বিশ্বাসই যদি শ্রেষ্ঠ শক্তি হয়
ঈশ্বর বিশ্বাসে তবে
নিজেদের আত্মমর্যাদার ক্ষয়।।

বিশ্বজুড়ে মানবতাই যদি
মানুষের ধর্ম হয়,
বিদ্বেষ ভরা ধর্মে তবে
কি আসে যায়?

ব্যবসা, সেতো শাসকের নীতি
ভেদাভেদ অস্ত্র যে তার
মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় বসে
মানুষেরই করে নানান অস্ত্রে প্রহার।।

যত দেখ গ্রন্থ তুমি ধর্ম ধ্বজা ধরে,
মানুষের জন্য সে সব, মানুষই গড়ে
মোল্লা, পুরুত, জাজক যতেক
না বুঝে গ্রন্থের করে অপব্যাখা
মানুষের বোকামি অস্ত্র তাদের,
তাতেই ওদের রক্ষা।।
ধর্ম নামের অস্ত্রে তোমরা দিচ্ছ শুধু শান,
মানুষেরই মেরে গাইছো মিছে ঈশ্বরের জয়গান!

রাজাদের ভরে ভান্ডার
বিভেদ বাড়বে যত,
সত্যটা বুঝেও বুঝি না
আমরা অনেক কিছু তো।।

এক হাতে ছুরি
অন্য হাতে তরবারি
মারিছে মানুষ, মরিছে মানুষ
হাসছে রাজা, তাৎছে চ্যালা
মানুষ মারায় যে কত বাহাদুরি।।

বেহেস্ত কিংবা জান্নাত,
হুরের যত স্লোগান,
মানুষ মারায় নেই কো নেকি
ভ্রান্ত যত স্বর্গ জুড়ে
অপ্সরাদের নৃত্য গান।।

মনে রেখ জন্ম হয়নি তোমার ইচ্ছেমত,
সেতো প্রাকৃতিক নিদান,
তুমি কেবল সৃষ্টির ফল
উপলক্ষ্য তোমার শুধু মানুষের জয়গান।।

ধর্ম, সে সব ছুঁড়ে ফেলো হাজার বছর দূরে,
কাঁদছে মানুষ, ভুগছে মানুষ
ছুটে যাও এখন শুধু ওদের দ্বারে।
……. …….

৩৪
মন্তব্য করতে ক্লিক করুন