ভালোবাস?
হুঁ……
কতটা?
অনন্ত মহাকাশের মত
কেন বাস?
জানি না..
কষ্ট পাও?
তুমি দাও, তাই।
কত টা পাও?
সমুদ্রের গভীরতার চেয়েও বেশি।
দুঃখ আছে?
হুঁম, জীবন জুড়ে।
কান্না আসে?
অদ্ভুত বেশে।
কেমন করে কাঁদ?
বালিশে মুখ বুঝে।
বোঝে না কেউ?
বোঝে তো সে।
কি হবে বুঝে?
আগলে রাখবে।
না যদি রাখে?
হারিয়ে যাবে।
কে হারাবে?
জীবন টাই।
তুমি বুঝি পাগল নাকি?
সে তো তোমার জন্য।
তাই বুঝি!
সন্দেহ আছে?
রাতে ঘুম আসে?
দুচোখে তুমিই আসো।
কি কর তখন?
স্বপ্ন আঁকি।
সে সব স্বপ্ন যদি মিথ্যে হয়?
জীবন মৃত্যু পরাজয়।
আকাশ দেখ?
কি দেখ আকাশ জুড়ে?
সাদা মেঘ, নীল পাহাড়ে তোমার ওড়না জুড়ে বৃষ্টি নামে আমার হৃদ মাঝারে।
ওমা! সে সব হয় নাকি? ওসব তো রূপ কথা বটে!
কেন হয় না? অনুভূতি যদি সত্যি হয়,
হৃদ মাঝারেই আকাশের জন্ম হয়,
বাতাস আসে, বসন্ত বয়
হৃদয়জুড়ে তুমিই আছো, মিথ্যে সে তো নয়।

৪৮
মন্তব্য করতে ক্লিক করুন