মাননীয় ,বেদব্যাস ,আপনি হয়তো ভালো আছেন!
কারও কারও মুখে শুনি আপনি নাকি ঘোর কলিতেও বেঁচে আছেন !
কিন্তু বিশ্বাস করুন,
আমিও এ যুগে বেঁচে থেকেও আপনার বেঁচে থাকার কোন বিন্দু বিসর্গ উপস্থিতি টের পাচ্ছি না ,
আপনি নিশ্চয় আবারও কোন মহাভারত রচনার রসদ খুঁজতে ব্যস্ত বুঝি!
হয়তো আবারও কোন নারীকে আমার মত করে ভোগ্যপণ্য তৈরির অভিসন্ধি তে ব্যস্ত!
আর আমার পঞ্চ স্বামীরা?
যাদের সর্বস্ব জুড়ে ভালোবাসার স্বাদ আমি দিয়েছিলাম নিজেকে উজাড় করে,
তারাও সত্যি কি ভালোবাসার বন্ধনে বন্দী ছিল আমার?
তাই যদি থাকত ,তবে হে পার্থ এত নারীতে কেন আসক্তি ছিল তোমার?
অন্যের কথা আর নাই বা বললাম!
হে পার্থ সারথি, জগদীশ্বর নাকি তুমি!!
সখা মোর,
সেদিন রাজ সভায় কৌরবরা যখন আমায় বিবস্র করছিল,
তোমার ভূমিকাও ছিল সন্দেহজনক!

আপনি যদি সত্যিই ভগবান হতেন,
তাহলে সামান্য কাপড় দিয়ে করুণা করে
নাটক জমিয়ে না তুলে
কৌরবদের উচিত শিক্ষা দিতেন,
আসলে আপনিও পুরুষ !
পুরুষতন্ত্রের জাতাকলে আপনিও সেদিন নারীর সম্ভ্রম হানির পাশা খেলায় রস আস্বাদনের লোভ সম্বরণ করতে পারেন নি।
আর কৌরবদের কি দোষ দেব, বলুন ?
যার স্বামীরা নিজের স্ত্রী কে বাজারে তুলেন ,
অন্যরা তো সেই পণ্যের স্বাদ আস্বাদন করতেই তো চাইবেন !
আর সেদিন সভায় সকল বয়োজ্যেষ্ঠ মান্যবরেরা ?
আপনারই বা কম কিসে!
পিতামহ ভীষ্ম , গুরু দ্রোনাচার্য, আর দূরদৃষ্টি সম্পন্ন সঞ্জয় !
আসলে সবাই পুরুষ !
সারাটা জীবন পুরুষের কামনার চক্ষুশুল হয়ে তাদের ক্ষিদে মিটিয়ে আজ আমি নাকি
পঞ্চসতীর তালিকায় !
বড্ড অদ্ভুত মনে হয়!
আসলে তালিকাটাও পুরুষেরা ইচ্ছে মত সাজিয়ে তোলে ভোগ্যপণ্যের বৈধতা দানে!!
বড্ড করুণা হয় পুরুষ জাত টার উপর!
ইচ্ছে করে,
লুকিয়ে থাকা বেদব্যাস কে খুঁজে বের করে আর একটা দ্রৌপদীর কথায়ান লিখতে বলি,
যেখানে বেজাত,বেজন্মা পুরুষ গুলোকে চিৎকার করে বলি ,
আমরাই শত সহস্র দুঃখ দুর্দশা, যন্ত্রণা সয়ে সভ্যতা গড়ি,
বুকের মাঝে বিন্দু বিন্দু দুঃখ ,কষ্ট গুলো জমিয়ে মানুষ তৈরির চেষ্টা করি,
কিন্ত কেউ কেউ বেদব্যাস হয়ে যায়,
কেউ কেউ পার্থসারথি হয়ে নাকি ভগবান হয়ে যায়!
ধিক ,ধিক ,বেদব্যাস, কিংবা সখা আমার,
আসলে তোমরা ওসব কিছুই নও,
নারীর ক্ষমতায়নে তোমরাই তো বড় প্রতিবন্ধক,
সেদিনও ভরা রাজ সভায় বাজারে তুলেছ আমায়,
আজও হাটে বাজারে নারী দেহের চারিদিকে তোমাদের লোভাতুর চোখ গুলো ঘুরে ফেরে নানান রূপে ,নানা অভিসন্ধিতে,
আরও একটা মহাভারত বা কৃষ্ণায়ান রচনায়…..
কিংবা দ্রৌপদীদের রূপ রস আস্বাদনের পার্শ্ব চরিত্রে ঠাঁই দেয়ার নুতন কোন ষড়যন্ত্রে ।
…… ……

৪০
মন্তব্য করতে ক্লিক করুন