আজিজুল হক

কবিতা - প্যালিওগ্রাফি

আজিজুল হক

আমার জানাজায় এলে কিন্তু খুব বেশি অপেক্ষা কর না,
সারাজীবন তো আমিই অপেক্ষা করে গেছি তোমার জন্য শুধু!
ঐ একটা দিন কিন্তু আমার!

আমার দাফন কাজে যারা যুক্ত থাকবেন,
দেখবেন আমার মায়ের চোখে যেন পানি না ঝরে,
মৃত ছেলের লাশ যেন কষ্ট না পায়!

যে চারজন আমায় শেষবার সঙ্গ দেবেন,
তারা যেন পরিষ্কার ধবধবে সাদা পাঞ্জাবী আর কুর্তা পরে আসবেন,
আমার খুব পছন্দের,
আমি তাদের মুখে হাসি দেখতে চাই।

যে প্ৰিয় দুজন আমায় শেষবার আমার প্রিয়
সোনার পালংকে শুইয়ে দেবেন,
আমি জানি, আমি যেন একটুও কষ্ট না পাই,
ওরা ওতে ভীষণ সতর্ক থাকবেন..
আমি একা একটা বন্ধ ঘরে নিশ্চিত ঘুমিয়ে পড়ব কেয়ামত পর্যন্ত!

আমার সেই আড্ডাখানা, সাহিত্য সম্মেলন, সাংস্কৃতিক মঞ্চ গুলো আবার সচল থাকবে,
যেমন টা আমার সময় ছিল,
পি ডাবলু ডি মোড় কিংবা স্কুলের ক্যান্টিনে চলবে সেই প্রাণখোলা হাসি উল্লাস!
আর মাঝে মাঝে প্রধান, অ – প্রধানের অনাকাঙ্খিত নির্দেশের বিরুদ্ধে নীরব ক্ষোভ, ফিসফিস
আর ফাঁকা বুলি আওড়াবে আমার মত
হয়তো কেউ!

সেদিনও আমার জন্য কেউ অপেক্ষা করবে না আর!
আমার প্রিয়তমা, আমার বন্ধু,
যার জন্য কত রাত আমি জেগেছি,
কতরাত আমি কেঁদেছি..
আমার আত্মীয় স্বজন…
সবাই আবার ফিরে যাবে নুতন প্রস্তুতিতে,,,,!

আমি গোরের আলোয় তখনও বসে লিখবো কবিতা,
তোমার কথা, আমার কথা, আমাদের কথা।
হেরে যাওয়া মানুষের কথা,
সংগ্রামী জীবনের গল্প,
মিথ্যেচারীতার নগ্ন কাহিনী…
ভয় নেই, আমি সেদিনও অপেক্ষা করবো তোমার,
হে প্রিয়তমা আমার! চির সখা আমার!!

…… …….

পরে পড়বো
৭৮
মন্তব্য করতে ক্লিক করুন