সরস্বতী মাগো তুমি
বিদ্যা দিও মোরে।
যাতে আমি পাশের পড়া
পড়ি জোরে জোরে।
সবার দিলে বিদ্যা বুদ্ধি
আমার বেলা কই?
শীতকালেতে খুলতে মাগো
ইচ্ছে হয় না বই।
তোমার আশিস পাওয়ার তরে
কত কিছু করি।
পূজার কদিন আমার বইয়ে
তোমার চরণ ভরি।
সারাবছর কুল খাই না
জিভে লালা ঝরে।
অঞ্জলি দিই তোমার কাছে
আশিস পাওয়ার তরে।
শীতের বেলা ভোরে উঠে
জোগাড়জাটি করি।
তোমায় কাছে পেয়ে মাগো
শ্রদ্ধাতে মন ভরি।
মনে ভাবি কোনো একদিন
কালিদাসের মতো
ভরিয়ে নেব আমার ঝুলি
পৃথিবীর জ্ঞান যত।
তাই তো মাগো প্রার্থনা যে
করি করজোড়ে।
সরস্বতী মাগো তুমি
বিদ্যা দিও মোরে।
৯৪

মন্তব্য করতে ক্লিক করুন