তুই যে আমার সোনামণি, চোখের তারা তুই,
সাথে যখন পাই না তোরে, কল্পনাতে ছুঁই।
তুই হলি যে শ্বাস – প্রশ্বাস, তুই শরীরের রক্ত,
তোকে ছাড়া এক মূহুর্ত বেঁচে থাকাই শক্ত।
ভোরের বেলা প্রথম যখন উঠিস তুই জেগে,
দিন শুরু হয় নতুন করে আমার ছোঁয়া লেগে।
‘পাপা পাপা’ – বলে ডাকিস ঘুম ভাঙানোর জন্য,
তোর মতো মা পেয়ে হলাম আমি ধন্য।
আমি যখন উঠে পড়ি বিছানাটা ছেড়ে,
সবার থেকে আপন করে নিস আমাকে কেড়ে।
আমার দিকে বাড়িয়ে দিস মিষ্টি দুটো হাত,
ঝাঁপিয়ে পড়ে আমার কোলে বলিস সুপ্রভাত।
আবার যখন কাজের জন্য স্কুলেতে যাই,
মায়ের কাছে বলিস নাকি পাপার দেখতে চাই।
বাইরে যখন থাকি আমি আমায় দেখতে চাস,
ভিডিও কলে আমায় দেখে মনে শান্তি পাস।
পাপার সাথে স্নান করবি – এটাই করিস বায়না,
অন্য কাউকে সঙ্গে নিতে, তোর মন তো চায় না।
বাড়ি ফিরতে প্রতিটা দিন, রাত্রি হয় বলে,
না ঘুমিয়ে থাকিস তুই জেগে মায়ের কোলে।
ছুট্টে এসে হাত বাড়িয়ে উঠিস আমার কোলে,
সারাদিনের ক্লান্তিগুলো, যায় যে আমার চলে।
মিষ্টি মধুর দিনগুলো সব, কেন চলে যায়?
সারাজীবন ছোট্ট থাক, অবোধ মনটা চায়।
দেখতে দেখতে তুই আর আমি বড়ো হয়ে যাব
ছোট্ট কালের সোনামণি আর ফিরে না পাব।

পরে পড়বো
৩৬
আবৃত্তি করেছেন: বাপন মান্না
মন্তব্য করতে ক্লিক করুন