আরেকটি প্রেমের কবিতা

ভাস্কর চক্রবর্তী ভাস্কর চক্রবর্তী

এসেছেন মন্থরতা আমাকে পরখ করে দেখছেন সম্প্রতি
যুক্তিহীন দিন যায় যুক্তিহীন রাত
বৃষ্টি এসে
কখনো আঁধার আর কখনো নিঃস্ব করে তোলে
রৌদ্র এসে, প্রাণীজগতের ইতিহাস, শোনায় আমাকে__
ইঁদুরের মতো কলে আটকে-থাকা মানুষেরা চায়
বেঁচে থাকতে
যে যার ছেলের কাছে
যে যার মেয়ের কাছে চায় ফিরে যেতে__
আমিও জীবনটাকে ছুঁয়ে দেখতে চাই কিছু আরো
শহরের মাথার ওপর দিয়ে সাঁতরে চলেছি
আলো কম-দূরে
বাচ্ছাদের হই-হল্লা শোনা যাচ্ছে

এক যুগ পরে আজ তোমাকে দেখলাম
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৭৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন