ভাস্কর চক্রবর্তী

কবিতা - চলো

লেখক: ভাস্কর চক্রবর্তী

বাইরে, উঁচু-নিচু জ্যোৎস্না
আমাদের স্বপ্নের রেলগাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে আজ আমাদের উঠোনে—

চলো, খাটের নিচ থেকে
টেনে আনো তোমার ভাঙা সুটকেশ—

সমস্তরাত আমরা ব্রিজের ওপর দিয়ে—চলো—আমাদের পুরোনো জুতো
পড়ে থাকবে আমাদের স্তব্ধ বাথরুমে

আদিবাসীরা এগিয়ে এসে আমাদের শুধুই ভেতরের দিকে নিয়ে যাবে আরও

১৭৯
মন্তব্য করতে ক্লিক করুন