ভাস্কর চক্রবর্তী

কবিতা - দূরের টেবিল

লেখক: ভাস্কর চক্রবর্তী

এবার বয়স হলো। মাছরাঙাদের কথা কেন?

আমার, তাঁতের শাড়ি
ভালো লেগেছিল খুব ষাটের দশকে।

আরো ভালো লেগেছিল তাঁতের শাড়ির মহিলাকে।

অনেক বছর হলো সেইসব__
আজ কিছু ক্লান্ত, তবু ভালো লাগে যেই দেখি

একটি মেয়েকে ঘিরে চার-পাঁচজন বসে আছে
দূরের টেবিলে।

২৪৭
মন্তব্য করতে ক্লিক করুন