প্রেমিকেরা প্রেমিকারা

ভাস্কর চক্রবর্তী ভাস্কর চক্রবর্তী

প্রেমিকেরা একদিন স্বামী হয় । স্বামীরা তারপর আর
প্রেমিক থাকে না ।
অথচ ওমলেট খায় । ফিশফ্রাই খায় ।
দু-তিন চারপাক রাস্তায় ঘুরে এসে
বিড়ি খায় ।
আরো একটু রাত হলে ন্যাংটো ছবি দেখে ।
প্রেমিকারা ? তারা বা কোথায় যায় ?- তারা তো স্ত্রী হয়, আর
পেটে বাচ্চা ধরে ।
কথাগুলো, কোথায় হারিয়ে যায় । রান্নাঘরে আলো জ্বলে ওঠে ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫৮৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন