যেখানে জন্ম হয়েছে আমার সেদেশের বুকে বাংলা নেই
মা বাবার দেশে বাংলা আছেন, একুশে আছেন সগর্বেই
তাড়া খেয়ে বাবা এইদেশে এসে কুঁজো হয়ে গেল… হাপের টান…
ফুটো-সংসার মা-র হাড়েহাড়ে গান বেঁধে দেয়, ভাসান গান…
লখাই ভেসেছে, সঙ্গী বেহুলা… পুর্বদেশের জলের সুর…
মাসিপিসিদের গ্রাম ভেসে যায়, সুর নিয়ে যায় অনেকদূর
অনেকদূরের খুলনা শহর, যশোর জেলার চোখের জল
এপারের বুকে মেঘ হয়ে গেছে- গোবি সাহারার যা সম্বল…
লড়ে গেছি, ভালো খেতেও পাইনি, ভালো জামা নেই… শুকনো মুখ…
স্বপ্নে পেলেই বাহান্নকে- ভিজিয়ে দিয়েছি রক্তে বুক।
দেশভাগে থুঃ… কাঁটাতারে ঘৃণা… দিন কেটে গেছে তবু আশায়
এপারে-ওপারে আত্মীয়তায় জিভে আছে এক বাংলাভাষা
সেটুকুও যদি কেড়ে নিতে চাও, দেশহারাদের ছোবল খাও
সীমান্তদাগ পুড়িয়ে দিলাম, পারলে আমাকে গুলি খাওয়াও
রাষ্ট্র, তোমার অনেক পুলিশ?
আমার শব্দ। শব্দ আনি!
বাঙালের ছেলে কবিতা লিখছি, এটাই আমার চোখরাঙানি
মন্তব্য করতে ক্লিক করুন