বিভাস রায়চৌধুরী

কবিতা - একুশে-র চির কবিতা

বিভাস রায়চৌধুরী

কুয়োভর্তি আছে রক্ত…আছে মা…চিরকবিতা…

অন্ধকার থেকে পাক খেয়ে উঠে আসে ১৯৫২…

একুশে ফেব্রুয়ারি…
চিরকবিদের নাম সালাম, বরকত,
রফিক, জব্বার…অদ্ধকারে ফুটছে জবাফুল…)

কুয়োভর্তি শহিদেরা সারি সারি

বানাচ্ছে আগামী শিশুর ইস্কুল…
বুকে আগলে আছে দোয়াত-কলম

এবং তাদের কচি কচি জিভ…
কুয়োর দু’পাশে আমরা দুই বাংলা,

আজ আমরা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ…

মেডিকেল কলেজের সামনে…
যেন আজ আর মধ্যিখানে কোনও কাঁটাতার নেই…

যেন কার্জনের মতো
স্বাধীনতা আসলে আমাদের করতে পারেনি দু’ভাগ!
কুয়োভর্তি রয়েছে শপথ…আছে মা…চিরকবিতা…

চিরকবিদের দেখে আমরা যত কাঁদছি,

ততই প্রেমিক হয়ে উঠছে ভাষা…

ততই ঠোঁটের সামনে এসে যাচ্ছে ঠোঁট…

ততই হাতের সামনে এসে যাচ্ছে হাত… স্‌
কুয়ো রক্তে ভরে যাচ্ছে আরও…
আমরা বলতে শিখে গেছি-_মারো, যত খুশি মারো!

আমার কান্নার ভাষা, আমার প্রেমের ভাষা

আমার শরীর থেকে মুছে দিতে পারি?

কুয়োর দু’পাশে দুইবাংলা…

কুয়োভর্তি একুশে…একুশে ফেব্রুয়ারি…

পরে পড়বো
৪৫
মন্তব্য করতে ক্লিক করুন