আমার একটি আয়না তোমাকে দিয়েছি,
তারপর ঝড় ওঠে, আমি সংকেত মানিনি,
তবু দেখলাম মাছধরা নৌকোগুলো আর ফিরল না,
ফিরে এল তোমার ওড়না,
দু-চোখে নীল দেখলাম এ জীবনে প্রচুর,
সমুদ্র–সমুদ্র…এই আশঁটে পঙক্তিগুলি কবে থেকে চিনে বসে আছে লাইটহাউজ,
আজ ক্ষয়ে যাচ্ছি দীর্ঘকাল লবণাক্ত হাওয়ায়,
কোথাও কি একটু অবসর আছে?
আছে ছিপ ফেলবার ঘিলুদিঘি?
কোনো অধিকারবোধ নেই,
তবু আয়নার জন্যে কষ্ট হয় আজকাল,
সন্ধ্যায় সমুদ্র উপকূল সেজে ওঠে, ভেজা বালি,
পড়ে আছে ঝিনুক, একটা কি শঙ্খও পেলাম?
আর হিসেবনিকেশে কাজ নেই,
আমি রোজ সবার অচেনা,
আসি যাই রাস্তায় দাঁড়িয়ে রুটি খাই,
ফুটপাতে হেরোইন টানে বিষাক্ত ভিক্ষুক,
ওদের মধ্যে মিশে যাই,
রাংতার কাগজের নীচে দেশলাই শিখা আর কয়েক সেকেন্ডের ধোঁয়া,
পলকে গিলেছে তাই, তারপর ওঁক ওঁক উলটে পড়ে আছে,
অনেকবার ডাকি, কারও সাড়া নেই,
তুমিও একদিন উপকূল ছেড়ে এখানে এসেছিলে,
কীভাবে আছ, কোথায় আছ জানি না,
শুধু নীল ধোঁয়া… নীল ওড়না… নীল সমুদ্র…
আমার জীবন জুড়ে শুধু নীল আসবাব…
টুরিস্ট হিসেবে আসিনি,
তোমাকে ভালোবাসতে এসেছিলাম, পরের কবিজন্ম!

৪৫
মন্তব্য করতে ক্লিক করুন