একদিন অসম্ভব মনে হয়।সেই
একদিন অসম্ভব মনে হয় শ্বাস!
মনে হয় তোমার শরীর
তোমাকে পেয়েছে।ফিরে
এসেছে বিশ্বাস।
যাব?
পুরোনো মৃত্যুর মতো ?
সন্ধ্যা নেমে এল।
ভয় হয়,চুম্বনের শেষে
নতুন মৃত্যুকে যদি দেখি
পুরনো মৃত্যুর ঠোঁটে মেশে?

পরে পড়বো
৩৫
মন্তব্য করতে ক্লিক করুন