স্বপ্ন চির বড্ড বহুরূপী –
বলবে করিস মুখ ক্যা কালো
তুই তো অনেক ছাত্র ভালো
বসলে বইয়ে সাঁঝের বেলা
টান দিবে ফের কুপি।
বর্ষা খরা ওরই ক্ষত
ডাকবে ফাগুন অবিরত
সবার সাথেই কাল করে ক্ষয়
মিলবে যবে পরীক্ষা –
’কোথায় গেলো শিক্ষা!’
খুঁজবে যখন সিটের শেষে
স্বপ্ন এসে ছদ্মবেশে
বলবে কানে ভাবিস রে ক্যান
চলছে না কারচুপি!
স্বপ্ন হলেও এক পৃথিবীর মায়া –
পড়ার সময় মন ধী বেঁধো
অটল রেখে পায়া।
নইলে পেলে হলটা বড়
রেজাল্ট হবে এমনতরো
একটু নড়ে কাত না পাওয়ার
অদ্ভুতই সে খুপি।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন