বর্তমান

কবিতা - তুমি এলে

বর্তমান

তুমি এলে, যেন বসন্ত এলো অজানায়,
ধূলিমাখা পথের ধারে উঠল কুসুমের গন্ধ,
নিস্তব্ধ বকুল গাছ হঠাৎই কেঁপে উঠলো বাতাসে,
আমি বুঝলাম—এই তো সেই প্রতীক্ষার প্রহর!

তুমি এলে, সন্ধ্যার আকাশে রঙের খেলা জমে উঠলো,
তোমার চোখের চাহনিতে হারিয়ে গেল সূর্যের দীপ্তি,
তোমার কণ্ঠের মৃদু স্পর্শে ভিজল মন—
যেন বহুদিনের কাঙ্ক্ষিত প্রথম বর্ষার ফোঁটা।

তুমি এলে, গানের সুর পেলো নতুন ব্যাখ্যা,
নদীর স্রোত পেলো ছন্দময় কলতান,
তোমার আঙুলের ছোঁয়ায় সময় থমকে দাঁড়ালো,
আমি এক নিমেষে চিরন্তন হয়ে গেলাম!

তুমি এলে, হৃদয়ের শূন্যতা পূর্ণ হল আলোয়,
ভাষাহীন ভালোবাসা পেলো নতুন উচ্চারণ,
আমি বুঝলাম—
এ জীবন, এই প্রেম, সবটাই যেন তোমারই জন্য!

১২৬
মন্তব্য করতে ক্লিক করুন