কবিতা তোমাকে ভালোবাসার জন্য_
লোকমুখে আমি কত কথা শুনি।
তোমাকে না পাওয়ার বেদনায় নাকি_
আমি কবিতা লিখি ওরা জানেনা সত্যি কি?
আমার অভাব আমাকে করেছে নির্বাসিত।
বুকে চাপা কষ্টের শ্লোক নীরব নিভৃতে সাধন।
আমার ভজনগীতেই কাব্য কবিতা সৃষ্টি,
আমরা ভক্তিতে ভক্তিতে আমি সন্ন্যাসী হলাম।
আমার প্রেমই আমার ভগবান,
আমার ধর্মেই আমার ভালোবাসা। সংক্ষিপ্ত
মন্তব্য করতে এখানে ক্লিক করুন