বিপুল চন্দ্র রায়

কবিতা - ধার্মিক মানুষ

লেখক: বিপুল চন্দ্র রায়

ধার্মিক হও!ধার্মিক হও!

ওহ মানুষ ভাই।

গীতার আলোয় আলোকিত

জীবন গড়া চাই।

যদি হতে চাও,

ধার্মিক মানুষ!

ত্রিসন্ধ্যা গীতা পাঠ কর,

সুখ আনন্দে ভেসে।

স্বর্গ সুখ শান্তি

এই জগত সংসারে।

ওহ মানুষ ভাই!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৮৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন