আমার হিন্দু সমাজের একটি ছেলে দেখতে ছিল সুদর্শন,
নাম তার প্রদীপ বসে বসে ভাবতো শুধু হিন্দুদের জন্য।
হিন্দু সমাজ কবে হবে ঐক্যবদ্ধ গড়বে সেবা সাম্য সম্প্রীতি
এই নিয়ে কাজ করত দিবারাত্রি।সেই ছেলেটি
হিন্দু সমাজের উপর অন্যায় অত্যাচার নির্যাতন শোষণ রুখতে
রাজপথে মিটিং মিছিল লড়াই করত জয় শ্রী রাম ধ্বনিতে।
হিন্দুত্ববাদী সেই ছেলেটি
একদিন হবে হিন্দুবীর যার হুংকারে কাঁপবে দুষ্কৃতকারী।
সেই ছেলেটি আর কেউ নয়
হিন্দু সমাজের অহংকার হিন্দুত্ববাদী প্রদীপ কান্তি দে দাদা শ্রী।
রচনাকাল২০২২ ইং।সাভার–ঢাকা-বাংলাদেশ।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন