পুরোহিত মশাই
বিপুল চন্দ্র রায়
ওই আশ্রম মন্দিরে
পুরোহিত করে বাস।
সকাল সন্ধ্যা আরাধনায়
কাটায় বছর মাস।
ত্রি-সন্ধ্যা মুক্তি মিলে
ধর্ম পথে চলি।
ভালো কর্মই ধর্ম আমার
ধর্ম রথে চলি।
পরপারে কথা ভেবে
করবনা খারাপ কাজ।
ধর্ম পথে চলি সবাই
হবে পূর্ণ লাভ।
পুরোহিত করে বাস।
সকাল সন্ধ্যা আরাধনায়
কাটায় বছর মাস।
ত্রি-সন্ধ্যা মুক্তি মিলে
ধর্ম পথে চলি।
ভালো কর্মই ধর্ম আমার
ধর্ম রথে চলি।
পরপারে কথা ভেবে
করবনা খারাপ কাজ।
ধর্ম পথে চলি সবাই
হবে পূর্ণ লাভ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২১০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন