চিত্রণ ভট্টাচার্য

কবিতা - আমার ধুলোবালি জমা বই ২

চিত্রণ ভট্টাচার্য

আমার ঝড়ে যাওয়া চোখের পানি,
আমার কষ্টের সব কাহানি,
আমার মিষ্টি হাসিতে রাগ ভোলানো প্রেমিকার মুখ খানি।।

আমার একলা একা কাটানো রাত,
আমার এক চুমুকের চায়ের কাপ,
আমার নিঃশব্দে করা মোনাজাত,

আমার ঘুম ধরানো সাহিত্যপাঠ।।
আমার কানে গুঁজে রাখা এয়ারবাট,
আমার অগোছালো পড়ে থাকা খাট,

আমার হেলার সমুদ্রে কিনারা খোঁজা টেক্সট বুকের পাঠ।।
আমার সারাদিন টেপা কিবোর্ড,
আমার গিটারের সুর তোলা কর্ড,

আমার অসফলতায় সঙ্গ দেওয়া সেই পুরনো রোড।।
কোনোদিন তারা মোরে ভুলে তো যায়নি। ×2
আমার মন খারাপের আকাশ,

আমার হালকা ভালোবাসার বাতাস,
আমার সারাদিন পর বিকালে মাঠে গিয়ে ছাড়া নিঃশ্বাস।।
আমার ক্লাস ফাঁকি দিয়ে ছুটে যাওয়া গার্লস স্কুল,

আমার প্রেমিকাকে দেওয়া ফুল,
আমার শান্ত বিকালে পাশাপাশি দুজনায় হেঁটে চলার পুল।।
ওরা তো আজো মোরে ছেড়ে তো যায়নি। ×2

আমার ধুলোবালি জমা বই,
আমার বন্ধুরা সব কই,
আমার মিথ্যে হাসিতে নগর ভোলানো প্রেমিকা গেলো কই।।

আমার অবসন্ন কাটা রাত,
আমার খেলার সাথী মাঠ,
আমার সব তো আগের মতই শুধু বন্ধুরা কুপোকাত।।

আমার উই ধরা বুকশেলফ,
আমার গলায় জড়ানো ন্যাকবেন্ড,
আমার আর্টসেল, ব্ল্যাক, শিরোনামহীন; হাসিমুখে আভাস ব্যান্ড।।

কোনদিন তারা মোরে ভুলে তো যায়নি,
ওরা তো আজো মোরে ছেড়ে তো যাযনি,
কোনদিন তারা মোরে ভুলে তো যায়নি,

ওরা তো আজো মোরে ছেড়ে তো যায়নি।।

১১৫৮৯
মন্তব্য করতে ক্লিক করুন