নির্বাক নিশ্চুপ মোরা
হয়েছি মূক-বধির…
রাস্তায় লুটায়ে পরে মোর মায়ের রক্তক্ষয়ী বক্ষ।
আর কত বর্বরতা কে ধৈয্য ধরে সইব…
এবার তড়বারি লয়ে লড়াই নিজের জন্য।
যে পথের পথিক হয়ে আলোর দিশা পাওয়া
তাকে আজ কি করে করিস এমন অপমানে বোবা।অনেক সহে, এবার মোরা লড়ব নিজের জন্য।।
২১৪

মন্তব্য করতে ক্লিক করুন