ইখানে ঘু ঘু লাকাড়লেই জলখাওকী
পাথুরা মাটির চাঁই
রোদে তাতে লাল
টংরা কাঁকরা টাঁড়ের জমি
তিনু কামারের হাপরে তাতা ফাল ।
ইখানে বেলা গড়ালেই দুফরবেলা
জোড়ের ডাঙ্গায় গোরুবাগালার প্যাটে খিদা
পাড়ের উদিক শালবনের গাছের খিদা
তার উধারে ধু ধু করা লদীর চরে
বাঁজা মেঘের বুকের উপরে
সিটো সিটো করা পাখির মাথা ঠোকা।
ইখানে রণবুড়ি কানালীতে ভেঁড়ুল উড়লে
হট্টিটি পাখ লাকাড়লে
আঘন পোষের জাড়কাল
আর জাড়কাল আলেই ছেঁড়া কাঁথা উড়ে
হু হু করে রাত
হাড় কাঁপানো জাড়ে তালপাতার কুঁড়াঘরে মা মরে
আমার বুড়ি মা মরে।
তবু ইখেনে জোসটারাতে মাদল বাজলে
মোহল গাছে বোল ধরে
ফাগুন চৈতের দিন পেরাইয়ে
হেঁসুরতে হেঁসুরতে বছর ঘুরে
বছর ঘুরলে পরবথানে গাজন
গাজনথানে ভালবাসার মানুষ
বাশেঁর বাঁশি
কাঁচের চুড়ি
আর চড়ক চাপার হুচুক।
ব্যবহৃত কিছু আঞ্চলিক শব্দ –
১) লাকাড়লেই-ডাকলেই
২) জলখাওকী-সকালের টিফিনের সময়
৩) টংরা – খটখটে শুকনো
৪) ফাল- লাঙ্গলের ফলা
৫) গোরুবাগালা -গোরু চরানো রাখাল
৬) বাঁজা- বন্ধ্যা
৭) ভেড়ুল- ধুলো পাকানো হাওয়া
৮) হেসুরতে-দম নিতে নিতে
৯) চড়ক- নাগরদোলা
মন্তব্য করতে ক্লিক করুন