দেবব্রত সিংহ

কবিতা - বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি

দেবব্রত সিংহ

দিনটা ছিল একাত্তরের ১৬ই ডিসেম্বর

দিনটা ছিল বিজয়ের দিন

দিনটা ছিল যুদ্ধশেষে মুক্তির দিন

ছবিটা আমি দেখেছিলাম সেদিনই

রেডিওতে খবর শোনার পর দিনই

কাগজে দেখেছিলাম ছবিটা

ত্রিশ লক্ষ শহীদের রক্তে হাত রাঙানো

পাক বাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের ছবি

মাথা হেঁট করে চুক্তিপত্রে সই করার ছবি।

ছবিটা এখনও দেখতে পাই চোখ বুজলেই

ছবিটা এখনও কথা বলে চোখ বুজলেই

\” স্বৈরাচারীর অধিকার নেই শেষ কথা বলার

শেষ কথা বলে মানুষ

অত্যাচারের রণাঙ্গণে রুখে দাঁড়ানো মানুষ

মাতৃভূমির মুক্তিকামী মানুষ

জীবন-মৃত্যু তুচ্ছ করা

মুক্তি সেনানী মানুষ

লাল সবুজের নিশান উড়ানো

বাংলা মায়ের বীর সন্তান মানুষ ।\”

পরে পড়বো
৬৩
মন্তব্য করতে ক্লিক করুন