ই শালবনে ফুল ফুটেছে থোকা থোকা

মোহল বনে মোহল ফুল

দখনা হাওয়াতে গেল উড়ে

আমার ভালবাসার ফুল

আমার কাঠ কুড়াতে বেলা গেল

ভাতখাওকি বেলা

আমার ভাত রাঁধতে বেলা গেল

ঘুঘু ডাকা বেলা

ও সোঁদাল ভোমরা রে

তুই কান গড়াতে কেনে করিস গায়েন

আখন গায়েন শোনার মন নাই

আমার মনে আখন গায়েন নাই

তোকে আমি মিনতি করি

তুই একটা কথা শুন

দেখা হলে বলে দিবি উহাকে

সে কি দোষে ছাড়ে দিলেক আমাকে

এমন ভরা ফাগুন দিনে

আমার আগুন লাগে যৈবনে

একা একা পুড়ি আমি

সে কথা বলব কি আর তোকে

আমার ছেল্যার মাথার কিরা

তুই বলে দিবি উহাকে

আমি শালবনে দড়ি লিব

তবু নাই দেখব সতীনকে

আমার অমন সাধের ঘরে

আমার ভালবাসার ঘরে

আমি নাই দেখব সতীনকে।

পরে পড়বো
৭৪
মন্তব্য করতে ক্লিক করুন