মেলা তলায় পথম দেখা

চৈত গাজনের মেলা তলায়

তোর পড়ছে মনে

মনকাড়ানি

মনে পড়ছে তোর

সে ছিল এক দিনফুরানো সূযিডুবা অবেলা

সে ছিল এক বেলাঢলানি জমজমাটি ভিড়ের মেলা

বেলুনওয়ালা বাঁশিওয়ালা চুড়িওয়ালা নাগরদোলা

জিলাপি ভাজা পাপড় ভাজা

আর চপ ফুলুরির চড়কতলা

তার মাঝে তুই দাঁড়ান ছিলি

আলতা রাঙ্গা শাড়ি পরে ফুলপরী তুই দাঁড়ান ছিলি

বেলা ডুবুডুবু মেলাতলায় বেলা কুথায়

আলো কুথায়

তবু আচকা আলোর ঝলকানিতে

আলো ঝলমল মেলাতলা

তোর নাকছাবিটা

তোর ঘাসফুলের ওই নাকছাবিটা

আমি তখন চড়কতলায় কদমতলায়

বাঁশি হাতে চিকনকালা

তোর পড়ছে মনে

মনকাড়ানি

মনে পড়ছে তোর

একটিবার

শুধু একটিবার

যেমনি তাকালি তুই

অমনি বাঁশি আপনি উঠল বাজে

সে না বাজালেও

আপনি উঠল বাজে

তোর নাকছাবিটা

তোর নাকছাবিটা চিড়িতন

চিড়িতন

তাতে ভালোবাসার লাগলো কালি

ও কালি লাগুক তবে

ও কালি লাগুক তবে জনমের মতন ।।

পরে পড়বো
৫৮
মন্তব্য করতে ক্লিক করুন