তুমাদে ইখেনে বীরা রইছে নকি
বীরা,
একটুন দেখঅ দেখনি
ভালঅ করে ভাল্যে দেখঅ চারদিকটা
উ থাকতে পারে,
তুমাদে ইখেনেও থাকতে পারে
মাঝগাদালে থাকতে পারে
আগু ধারেও থাকতে পারে
নাহালে পেছু ধারেও থাকতে পারে,
তুমরা উয়াকে চিনতে লারছ
ওই যে গো আমাদে বীরা
অমন পাহাড়ফাটানো জুয়ান ই মুলুকে নাই
উয়ার দিকে একবার ভাল্যে দেখলেই
উয়ার দিকে একবার চোখ রাখলেই
চিনতে পারবে
উ আর কেউ লয়
বীরা বঠে
আমাদে বীরা ।
সবাই বলছে উ নকি যুদধু করে বুলছে
বনে বাদাড়ে পাহাড়ে জঙ্গলে যুদধু করে বুলছে
উ নকি লোক খেপাই বুলছে
মাঠে ঘাটে গাঁয়ে গঞ্জে লোক খেপাই বুলছে
তা লোক খেপানো যুদধুটা কি করছিস বাপ।
সিবারে শারুল পরবের রাতে
বড় পাথরের চাথালে দাঁড়াই
বীরা বলেছিল,
তোরা আর কতককাল
আর কতককাল তোরা
ধরন কালের ধুরুপ রোদে
ঝোলার আগুনে পুড়ে
জাড়কালের ঠান্ডার দিনে
হাড় কাঁপুনি জাড়ে কাঁপে
মেঘ বাদলার বরষার দিনে
ঝমঝম করা বাদলে ভিজে
তোদের এই গতরগুলান বাবু ঘরে বাঁধা রাখে
খড়িমাটির চক খড়ির পারা খিয়াই যাবি ?
তোদিকে আর কতদিন
মদসালের মদন শুঁড়ি মদ খাওয়ায়ে
বাঁচন মরণ ভুলাই দিয়ে
ছিনা জোঁকের মতন রক্ত চুষে
মাতাল সাজাই রাখে দিবেক ?
আর কতদিন তোদিকে
ঘরের কাজ ফেলে দিয়ে
রেলগাড়িতে চাপে পাটি মীটিনে
কইলকাতার কুলিতে
বাবুদে পেছু পেছু
জিঙ্গাভাত জিঙ্গাভাত করতে হবেক ,
তোদিকে আর কতদিন
বাবুদে কনটোলের দোকানে
দু কেজি চাল আর গমের লাগে লাইন দিয়ে
মাথা হেঁট করে দাঁড়াতে হবেক ?
বীরার একটুন ডর ছিল নাই
বুঝলে ব
ইসব কথা যখন বলথক
তখন উয়ার ডর ছিল নাই একটুন ও ,
বীরা বলথক,
তোদের ই ডুঙরি, ডহর, খেতি, জমিন,
লদী ,পাহাড়, বন, জঙ্গল
সব ছিল,
তোদের আশিন মাসের নুয়ান ধান ছিল
আঘন মাসের বড়ান ধান ছিল
ধানের খামার ছিল
ধানের মরাই ছিল
গুয়ালঘরে দেদার গাই ছিল
গরু ছিল
ছাগল ছিল
ভেড়া ছিল
বছর বিয়ানী মোষ ছিল
হিরণপুরা শিং আওলা কাড়া ছিল
করঞজার ফুল ছিল
মোহল ফুলের গাদা ছিল
মেঘ করলে
ঝমঝম করা বাদল ছিল
ফাগুন দিনে ঘর দুয়ারে
দখনা হাওয়া ছিল
শালমোহলের ফুল ফুটলে
জীবনজুড়ানি বাস ছিল
জোসটা রাতে পরব দিনের লাচ ছিল
গান ছিল
মাদল ছিল
বাঁশি ছিল
মোট কথা তোরা রাজা ছিলি রে
রাজা ।
আমাদিকে সেই রাজা করার লাগে
বীরা যে কুথা গেছে চল্যে
কে জানছে
সবাই বলছে উ হাপিশ হইয়ে গেছে
উয়ার পেছনে পুলিশ লাগেছে
দারোগা লাগেছে
বড় দারোগা লাগেছে
পঞ্চাতের মেম্বর লাগেছে
প্রধান লাগেছে
মদ সালের মদন শুঁড়ি লাগেছে
আমাকে দিনরাত পাটি বাবুরা ধমকাচ্ছে
থানায় ডাকে বড়বাবু ধমকাচছে
তার সঙ্গে মেজ বাবু ছোট বাবু সবাই ধমকাচ্ছে ,
বলছে,
বীরা লোক খেপাই বুলছে
বীরা যুদধু করে বুলছে,
আমি সিংবোঙার নামে কিরা কাটে বলেছি
দেখঅ বাবু তুমাদে ইসব কথার মানে
আমি বুঝতে নাই পারি
আমি মুখ্যু-সুখ্যু মানুষ
তুমরা যদি পারঅ আমাকে বুঝাই বলঅ দেখনি
এই লোক খেপানো কাকে বলে ?
এই যুদধু করা কাকে বলে ?
দেখঅ বীরা ত কভু
ভোটপরবে ভোটে দাঁড়ায় নাই
মেম্বর হয় নাই
প্রধান হয় নাই
পাটির লেতা হয় নাই
লেতা হইয়ে গাড়ি চাপে
গাঁ গেরামে ঘুরে বুলে নাই
কুঁড়াঘর ভাঙ্গে দালান করে নাই
সাইকেল ছাড়ে বাইক করে নাই
বাইক ছাড়ে জিব গাড়ি করে নাই
জিব গাড়ি ছাড়ে টেসকি করে নাই
টাউনে জমি কিনে নাই
ফেলাট কিনে নাই
টাকা লিয়ে চাকরি বিলাই নাই
চাকরি বিলাই লিজের সাতগুষটির লোককে
চাকরি দেয় নাই
পঞ্চাতের লোন বিলাই নাই
লোন বিলাই
বড়লোক কে আরো বড়লোক করে নাই
গরীব লোককে আরো গরীব করে নাই ।
তাহালে
তাহালে তুমরা সবাই মিলে
উয়াকে কেনে চালান করে দিলে
উয়াকে কেনে হাপিশ করে দিলে
তুমরা চুপ করে কেনে হে
ইখেনে আতগুলান লোক বসে রইছ
কিছু একটা বলঅ
তুমরা সবাই মিলে কিছু একটা বলঅ
নাই বলবে ত
চারদিকটা ভাল করে একবার দেখ অ
উ থাকতে পারে
তুমাদে ইখেনেও থাকতে পারে
মাঝগাদালে থাকতে পারে
আগু ধারেও থাকতে পারে
নাহালে পেছু ধারেও থাকতে পারে
তুমরা উয়াকে চিনতে লারছ
উ আমার ছেল্যা বঠে
আগে ছিল বীরসা
আর আখন
আখন হইছে বীরা
আখন বীরসা হইছে বীরা।

মন্তব্য করতে ক্লিক করুন