দেবব্রত সিংহ

কবিতা - পড়শি লালন

দেবব্রত সিংহ

তুমি কি গান বাঁধছ হে সাঁই

ছেঁউড়িয়ার মোমিন পাড়ার আখড়ায়

লাচে লাচে একতারা বাজাই

কী গান তুমি বাঁধছ আখন

আমার শুনতে বড় সাধ যায়।

মানুষ রতন বড় রতন

ও সাঁই দেখঅ তার কি হাল হইছে আখন,

ইদিকে ভুখের খাঁচায় বন্দি মানুষ

উদিকে ভোগের খাঁচায় বন্দি মানুষ

আখন জাতের নামে বজ্জাতিতে বন্দি মানুষ

আখন ধম্মর নামে বেধম্মায় বন্দি মানুষ

আখন ভাইয়ের রক্তে হাত রাঙানো

উন্মত্ত হিংসায় বন্দি মানুষ

আখন ধর্ষণে আর খুনের আগুনে

পাশবিকতার তাণ্ডবে বন্দি মানুষ

আখন বিদ্বেষে আর ঘৃণার বিষে

ভাতৃঘাতী উল্লাসের বর্বরতায় বন্দি মানুষ

ইয়ার মাঝে কী গান তুমি বাঁধছ হে সাঁই

কী গান তুমি বাঁধছ আখন।

ইপারে রাঙ্গামাটির ধুলার পরে কেন্দুলীর চরে

গান বাঁধেছিল একজনা সাঁই,

“সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই”

উপারে ছেঁউড়িয়ার আখড়ায়

একতারায় সে সুর তুলে

গান বাঁধলে তুমি,

“মানবের উত্তম কিছু নাই”।

আজ ই কি মানব দেখি হে সাঁই

ই কি মানব দেখি

দেখে দেখে বুকের মাঝে

শুধুই দুখের একতারা বাজে

দিনদুফরে রাতদুফরে হা হুতাশের একতারা বাজে

তখন হঠাৎ দেখি

কে গো তুমি

আমার মাটির ঘরে আরশিনগরে

কে গো তুমি,

কাঁদে কাঁদে কী গান তুমি গাইছ হে আজ,

“এমন সমাজ কবে গো সৃজন হবে –

যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান

জাতি গোত্র নাহি রবে – –

ধর্ম কুল গোত্র জাতির

তুলবে না গো কেহ জিগির

কেঁদে বলে লালন ফকির

কে মোরে দেখায় দেবে”

কে মোরে দেখায় দেবে ।

পরে পড়বো
৭৪
মন্তব্য করতে ক্লিক করুন