এমএলএ আর জনগণ

জনগণ আর এম এল এ

মধ্যিখানে একটা সেতু

বহুকালের পুরনো নড়বড়ে একখানা সেতু

তার ওপর দিয়ে পারাপার করে মানুষ

গ্রাম্য মানুষ

বারো গ্রামের ধুলো মাটি মাখা

সাদামাটা সব গ্রাম্য মানুষ

এককালে এই সেতুর ওপর দিয়ে পারাপার করত

গরুর গাড়ি জিপ গাড়ি ভ্যান গাড়ি আরো নানান কিছু

এখন আর তেমন দেখা যায় না সেসব

জায়গাটার নাম বাঘমারা

একদিন হয়তো কেউ মেরেছিল বাঘ

একদিন হয়তো কেউ বাঘ মেরে দেখিয়েছিল ক্ষমতা

এখন আর সেই ক্ষমতা নেই কারো

আসলে এখন ক্ষমতা জিনিসটার সংজ্ঞা গেছে বদলে

এখন ক্ষমতা মানে পার্টি

আর পার্টি মানে ক্ষমতা

ক্ষমতার যিনি মাথা তিনি এমএলএ

রুলিং পার্টির এমএলএ

জনতার রায়ে তার চার চারবার ভোটে জেতা

ডাকসাইটে দাপুটে এমএলএ

তাঁর কাছে দরবার অবশ্য কম করেনি লোকেরা

এমনকি বারো গ্রামের মানুষের টিপ সই দেওয়া

আবেদন-নিবেদনের স্মারকলিপিও

তাঁর শুধু একটাই কথা

মৃদু হাসিতে আশ্বস্ত করা কথা শুধু একটাই

” দেখছি দেখছি

হবে হবে

এবার হবে'”

এই করে সময় গেছে গড়িয়ে

এই করে পার হয়ে গেছে ভোট

ভোটের পরে ভোট

সেতুটা আর পাকা হয়নি

নড়বড়ে কাঠের সেতু

সে হাড় পাঁজরা সমেত যেমন ছিল

তেমনি গেছে রয়ে

হয়তো রয়েই যেত এভাবেই

হয়তো বা পার হয়ে যেত আরো কতকাল কে জানে ।

হঠাৎ কি যে হলো

খরস্রোতা নদীর কোলে নড়বড়ে কাঠের সেতু টা

বলা নেই কওয়া নেই

একদিন উঠে এলো টিভির পর্দায়

” কী হয়েছে ভাই

হয়েছেটা কী”

চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ

চ্যানেলে চ্যানেলে লাইভ ছবি

“আরে হয়েছেটা কি বলবে তো”

যাদের বাড়িতে টিভি নেই তারা চাইলে জানতে।

খানিক পরে জানতে পারলে সবাই

তখন মুখে মুখে একটাই কথা

” হবে হবে এবার হবে

ও ভাই এবার হবে

আমাদের কাঠের সেতু টা পাকা হবে ”

“ব্যাপারটা কি খুলে একবার বল না শুনি”

যাদের বাড়িতে টিভি নেই তারা শুধোলে ব্যাকুল হয়ে।

ব্যাপার কিছু না

বাবার সঙ্গে গ্রাম দেখতে বেরিয়েছিল মেয়ে

বিলেতে পড়াশোনা করা এম বি এ পাস

এম এল এর মেয়ে

বাবার এসইউভি টা নতুন

একেবারে ঝকঝকে নতুন

তাতে লং ড্রাইভে স্টিয়ারিং হাতে

কোন খেয়ালই ছিল না মেয়ের

জায়গাটা যে সিক্স লেনের বিলেত নয়

জায়গাটি যে গ্রাম

জঙ্গল ঘেরা গ্রাম

গ্রামের পথে নড়বড়ে সেতু

সে খেয়ালই ছিলনা তার

তারপর আর কি

তারপর যা হওয়ার তাই হল

তবে হ্যাঁ

আমাদের মতন পাবলিক হলে

আর ফিরতে হত না

যতই হোক এমএলএ বলে কথা

চার চারবার ভোটে জেতা

রুলিং পার্টি র ডাকসাইটে দাপুটে এমএলএ

সঙ্গে বডিগার্ড সিকিউরিটি

কনভয় আরো কত কী।

যাকগে ভাই যাকগে

ওসব জেনে কাজ নেই

যা বুঝছি

সেতু টা এবার হবে

আমাদের বহুকালের নড়বড়ে কাঠের সেতু টা

এবার পাকা হবে

এবার একদম পাকা হবে ।

পরে পড়বো
৪৯
মন্তব্য করতে ক্লিক করুন