কবি ইমদাদ শাহ্

কবিতা - ফ্যাসিস্ট

লেখক: কবি ইমদাদ শাহ্

স্বজন শৃঙলে উল্লসিত সেই জন যে জন একাট্যে দূর্জন
দায় মানা তার বিষের আধার ছদ্মবেশী পরনে উপনয়ন
জগত নাহি তার নিয়মের আধার শুধুই গাট ছারা
বুঝেছে সমাজ লোক দেখানো কাজ সে ছন্নছাড়া
নেই কোন দায় ইচ্ছে শুধায় আমিই রাজা
কোন সে জন করবে পণ দিবে তারে সাজা
মুখখানা তার কুকুরে ভার কুৎসিত তার মন
চলিছে সে স্ব কাজে কিসের দেশ দুখী জন
গায়ে তার জোড় বাহুতে ফোর শক্ত রাজ্যানক
নাই সুখ দুখ নাই কোন বুক পুরোই চাবুক
দেশটা তার বেজায় বাহার নাই তার দায়
দুখিনী সে দেশ বুঝিবে না যা শুধু যা পায়
দুঃশাসনের কবলে পরে মরে হায় হায়
নিরীহ জনতার পুঁজি ছাত্র তরুণ তাও নিরূপায়
ঘোমর ঘোমর কিসের তরে তার দায় মানা
শক্তি দলের ঘোমরে আল্লাদে সে আটখানা

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন