স্বৈরাচারের অরাজকতায় তুলে দেশ রক্ষার স্পর্ধা
ন্যায়ের পথের লড়াকু সৈনিক —ওরা জুলাই যোদ্ধা
বিপ্লব অভ্যুত্থান—যাদের কাঁপে না প্রান
যাদের এক মুক্তির আহ্বান
ওরা জুলাই যোদ্ধা
দেশপ্রেমে উদ্বুদ্ধ সৈনিক ওরা নয় ত নতজানু
অন্যায় অনাচারে পথে বিস্ফোরিত এক পরমানু
বুলেট মুখে বুক পেতে দেয়
মিত্যুও যেন ভয়ে কাঁপে থরথর
গর্বিত ওদের সে স্পর্ধা— ওরা জুলাই যোদ্ধা
অন্যায় খেলে কানামাছি
আমরা কি স্বাধীন দেশে বাঁচি
শোষন শাসনের নীপিড়িত যাঁতাকল
দেশটা আজ মিত্যু উপত্যকা — জুলাই যোদ্ধা
বৈষম্যের দেয়াল টেনে —উগ্র প্রীতি দলনীতি মেনে
অবারিত রণাঙ্গনে যারা নির্বিচারে করে মানুষ হত্যা
ওদের রুখে দিতে নির্ভীক বীর জুলাই যুদ্ধা
পরাধীনতার দাসত্ব যখন গ্ৰাস করার তুলে স্পর্ধা
ন্যায়ের পথের লড়াকু সৈনিক
চির দেশপ্রেমি বীর ওরা জুলাই যোদ্ধা
দেশটাকে যারা পঙ্গু করে
শক্ত হাতে দমন করে
বিদেশিদের পুতুল করে
সকল নাগরিককে বানাতে চায় জীবন্ত মুর্দা
ওদের কেবল রুখতে পারে চির বিপ্লবী বীর
ওরা জুলাই যোদ্ধা
অসুরদের ঐ নরক খেলায়
সবাই যখন কন্ঠ মেলায়
তখন হয় রে কজন বোদ্ধা
যোদ্ধা ওরাই যোদ্ধা —জ্ঞানী গুণী বোদ্ধা
শূন্য হাতে যুদ্ধ করে —বুক উঁচিয়ে স্লোগান ধরে
অস্ত্রপানে নৃত্য করে— স্বৈরাচারের পতন করে
দেশকে চেনায় নতুন করে
লাল সালাম আজ ওদের তরে
ঘৃনা শুধু অন্যায়ে ওদের নীরব শ্রদ্ধা

২২১
মন্তব্য করতে ক্লিক করুন