জেনারেশন-জেড জেনজি
গায়ে কালো গেঞ্জি
বুকে সাহস অপার
কার সাধ্য মাপার
এমন করে বুক চেঁতিয়ে
অন্যায়কে দিস বুঝিয়ে
আর কবে ক্ষান্ত
তুই চির জ্যান্ত
জেনজি-জেনারেশন শূন্য
রক্ত দানে পূণ্য
মোবাইল ফোনে মত্ত
দেশ প্রেমেও ভক্ত
অদ্ভুত তুর চিন্তাধারা
আলোর পথের যাত্রী যারা
হবে না কভু পথ হারা
বাংলার বুকে ঘুমিয়ে তুই
থাকিস চির সুখে
বাংলাদেশী জুমারস
কেমনে রে ভাই ঘুমাস
ওরে জেনারেশন জেড
একটি প্রজন্ম উন্মত্ত মেড
নেটওয়ার্ক ইন্টারনেট
মোবাইল প্রেমীর দল
আজ তুরাই দেশের বল
দেশ প্রেমে বলিয়ান
দেশের জন্য দিতে পারিসন প্রান
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন