কবি ইমদাদ শাহ্

কবিতা - হিন্দু মুসলিম ভাই ভাই

কবি ইমদাদ শাহ্
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ দেশাত্মবোধক কবিতা

আকাশ যেখানে ঠাঁই দাঁড়িয়ে
জমিন যেখানে ঠাঁই
তুমি কেন ভাই বলতে‌ পার না
আমরা একে অপরের ভাই
মাঝখানে এ বিশাল ব্যবধান
শুধুই বুকের শূন্যতা
হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে
এনে দেবো বাংলায় পূন্যতা
ভূমিকম্প বা বজ্র মুষ্টি ভয়
সহসা আমাদের করে তুলে জানোয়ার
সম্প্রীতি আর ভালোবাসার পথে
আমরা হয়ে উঠি একে অপরের পাহারাদার
জমিন যখন ফেটে চৌচির হয়
ভগ্ন হৃদয় আকাশ কাঁদে দুঃখে
সেই অশ্রুর প্রতিটি ফোটা
শস্যকণা হয়ে বাংলার বুকে ফুটে

পরে পড়বো
৩৯২
মন্তব্য করতে ক্লিক করুন